সারাদেশ

দিরাইয়ে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ- সুনামগঞ্জের দিরাইয়ে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল ৫ টায় দিরাই থানা পয়েন্টে সমুজ আলী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা খালেদ আহমদ জায়িম এর উদ্যোগে লিফলেট বিতরণপুর্ব আলোচনা সভায় করোনাভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মিজানুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দিরাই জামেয়ার সাবেক মুহতামিম মাওলানা নাজিমুদ্দিন তালুকদার, থানা জামে মসজিদের ইমাম মাওলানা হাসান আলী, দরগাহপুর মাদ্রাসার সহকারি মুহতামিম মাওলানা আনোয়ার পাশা, নাসিরপুর মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ইয়াহইয়া বিন হাবিব, কালীনগর মাদ্রসার মুহতামিম মাওলানা নুরুল হক নোমানী, ঘাগটিয়া মাদ্রাসার মুতামিম মাওলানা এনামুল হক, রাজনাও মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহ ফরিদ উদ্দিন, দিরাই জামেয়ার শিক্ষক মাওলানা বশির আহমদ, মজলিশপুর মহিলা মাদ্রাসার শিক্ষক মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, করোনা প্রতিরোধে আইইডিসিআর এর নির্দেশনার পাশাপাশি ইসলামী অনুশাসন মেনে চলা এবং এই ভয়াবহ প্রাণঘাতী ভাইরাস থেকে পরিত্রান পেতে মহান আল্লাহর সাহাস্য কামনা করেতে হবে। আলোচনা সভা শেষে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় নির্দেশিকা সম্বলিত লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap