
কলম শক্তি ডেস্ক ঃ সুনামগঞ্জের অন্যতম পর্যটন স্পট তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ (নিলাদ্রী) লেক, জয়নাল আবেদীন শিমুল বাগান, বারেকটিলা সহ দর্শনীয় স্পটগুলোতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন তাহিরপুর উপজেলা প্রশাসন। অপরদিকে যারা বর্তমানে এসব স্পটে ভ্রমনে বা অবস্থান করছেন তাদেরকেও দ্রুত ত্যাগ করার নির্দেশনা দেয়া হয়েছে উপজেলা প্রশাসন থেকে। বুধবার রাত ৯ টার দিকে এ নির্দেশনা দেয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। সাম্প্রতিক করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশংকায় এ নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে এরই মধ্যে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ জন। মারা গেছেন ১ জন। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইতোমধ্যে তাহিরপুরের শাহ আরেফিন (রহ.) ওরস ও হিন্দুধম্বালম্বীদের পণতীর্থ স্নান উপলক্ষে বারুণী মেলা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এবার পর্যটকদের সমাগমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি এ বিষয়ে বলেন, করোনা ভাইরাস যাতে ছড়াতে না পারে সে জন্য আগত ভ্রমনকারীদের এ উপজেলার পর্যটন স্পট গুলোতে সমাগমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি আরো বলেন, পর্যটন স্পটগুলোতে ২৫ জনের বেশি একত্রে জমায়েত না হবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছিল এর আগেই। এর আগে সন্ধ্যায় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, করোনা ভাইরাস সুরক্ষায় সুনামগঞ্জের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের আগমনে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন এবং বড় ধরনের লোক সমাগমের জমায়েতের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী আমরা সবাইকে ভ্রমণে নিরুৎসাহিত করছি। পাশাপাশি সবাই যাতে নিজ থেকে করোনাভাইরাস প্রতিরোধের জন্য প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলেন সেজন্য সবাইকে আহ্বান জানান তিনি।
সংগৃহীতঃ নিউজ সুনামগঞ্জ