জাতীয়
করোনা ; সুনামগঞ্জে বিয়েশাদি আয়োজন নিষিদ্ধ

কলম শক্তি ডেস্ক : করোনা ভাইরাসের প্রতিরোধে সুনামগঞ্জে বিয়েসহ সব ধরনের সামাজিক অনুষ্ঠানের নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে ধর্মীয় সভা-সমাবেশ, সামাজিক সংগঠনের অনুষ্ঠান, জনসমাগমমূলক অনুষ্ঠানও নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে এ কথা জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল আহাদ। করোনা ভাইরাসে সচেতনা বাড়াতে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন। সুনামগঞ্জের সব পর্যটন স্পটে ইতোমধ্যে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে পরবর্তী সময়ে নির্দেশ না দেওয়া পর্যন্ত বিয়েশাদীসহ সব সামাজিক অনুষ্ঠানের আয়োজন বন্ধ রাখার জন্য বলা হয়েছে। ধর্মীয়সহ কোনো সভা সমাবেশ অনুমতি ছাড়া করা যাবে না। তিনি আরও জানান, গত ১৫ দিনে সুনামগঞ্জ জেলায় দুই হাজার দুইশ ৮৮ জন প্রবাসী দেশে ফিরেছেন। দেশে প্রবাসীদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হচ্ছে।