
স্টাফ রিপোর্টার : প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় নিয়ে জরুরী সভা করেছে দিরাই উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ’র সভাপতিত্বে ও দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, এহসান চৌধুরী, মুজিবুর রহমান তালুকদার, আব্দুল কুদ্দুস, রতন কুমার দাস, ইমাম ইদ্রিস আলী, ব্যবসায়ী সমিতির নেতা কামনাশীষ রায় প্রমুখ। সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, বিপদজনক করোনা ভাইরাসের সংক্রমন আমাদের দেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ইতোমধ্যে আক্রান্ত একজন মারা গেছে, যিনি মারা গেছেন তিনি বিদেশ ফেরত ব্যক্তির মাধ্যমে আক্রান্ত হয়েছিলেন। প্রবাসীদের বিষয়ে সতর্কতা অবলম্বনের আহবান জানিয়ে তিনি বলেন, যারা বিদেশ থেকে আসবেন, তাদের বাধ্যমুলক ১৪ দিন নিজ গৃহে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিবারের লোকদের থেকে সম্পুর্ণরুপে বিচ্ছিন্ন হয়ে একাকী থাকতে হবে। কেউ এই নিয়ম না মানলে জেল জরিমানা করা হবে। বিদেশ ফেরত লোকজন সম্পর্কে যাবতীয় তথ্য উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, মেয়র, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও স্বাস্থ্যকর্মীর কাছে দেওয়ার ও করোনা প্রতিরোধে স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলার জন্য সভায় সর্বসাধারণের প্রতি আহবান জানান ইউএনও। এছাড়া পণ্য বিক্রয়ে স্থানীয় ব্যবসায়ীদের নির্দেশনা ও দ্রব্যমুল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ইউএনও।