
স্টাফ রিপোর্টার :: করোনা ভাইরাস প্রতিরোধে দিরাই উপজেলায় ধর্মীয়সহ সকল ধরণের সামাজিক রাজনৈতিক সভা-সমাবেশ অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। করোনা ভাইরাস প্রতিরোধে এখন থেকে অনির্দিষ্টকালের জন্য উপজেলায় সকল প্রকার রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক পেইজে নিষেধাজ্ঞা সংক্রান্ত নোটিশ জানানো হয়। এ ব্যাপারে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ বলেন, বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল প্রকার রাজনৈতিক, ধর্মীয় সহ সব সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার জন্য বলা হয়েছে।অনুমতি ছাড়া কোনো প্রকার সভা সমাবেশ করা যাবে না। আইন অমান্য কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।