সারাদেশ

দিরাইয়ে পাশা মিয়া মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন

বিশেষ সংবাদদাতা ঃ দিরাই রাজানগর ইউনিয়নের উমেদনগর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক ‘পাশা মিয়ার পৃষ্ঠপোষকতায় ও পাশা মিয়া ফাউন্ডেশনের আয়োজনে সদ্যসমাপ্ত ‘পাশা মিয়া মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাজানগর ইউনিয়নের ৫ টি কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের কালিনগর মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এউপলক্ষ্যে পুরস্কার বিতরণপুর্ব আলোচনা সভায় ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক নোমানীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌম্য চৌধুরী, দিরাই জামেয়ার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির, প্রাক্তন অধ্যক্ষ মুফতি শফিকুল আহাদ সরদার, ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মাহবুবুর রহমান, সাবেক ইউপি সদস্য হাসান আহমদ ছাও মিয়া, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা তৌহিদুল ইসলাম দবীর, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মাসুম আহমদ, মাওলানা মুকাদ্দস আলী, মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা নাঈমুর রহমান দিলোয়ার, ক্বারী ইসমাঈল মিয়া, হাফিজ তোফায়েল মিয়া, মাওলানা আবিদ মিয়া, মাওলানা নুরুল আলম। আলোচনা সভা শেষে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap