জাতীয়সারাদেশ

পণ্য বিক্রয়ে রশিদ প্রদান করতে হবে – মহাজন সমিতির সভায় ইউএনও সফি উল্লাহ

দিরাই প্রতিনিধি ঃ দিরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ বলেছেন, বিশ্বে আতংক সৃষ্টিকারী বিপদজনক করোনা ভাইরাসের সংক্রমন আমাদের দেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ইতোমধ্যে ভাইরাস মোকাবেলায় সবধরণের গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমি এই মিটিংয়ে আসার পথে দেখলাম বাজারের চিত্র সেই আগের মতোই। এই বিপদ মুহুর্তে বিনা প্রয়োজনে কেন বাজারে এসে আড্ডা দিতে হবে। আমাদের মনে রাখতে হবে সচেতনতার বিকল্প নেই। সংকটকালীন সময়ে ব্যবসায়ীদের দ্রব্যমুল্য বৃদ্ধির বিষয়ে মহাজন সমিতিকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে তিনি বলেন, শীঘ্রই আসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। পণ্য বিক্রয়ে স্থানীয় প্রশাসনের নির্দেশনার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে ইউএনও আরও বলেন, আড়তদার যারা আছেন, খুচরা ব্যবসায়ীদের কাছে নিজের প্রতিষ্ঠানের নামীয় মেমো দ্বারা মাল বিক্রয় করবেন, একইভাবে খুচরা ব্যবসায়ীরা আড়তদারদের মেমো সংগ্রহে রাখার পাশাপাশি প্রত্যেক কাস্টমারের নাম, ঠিকানা, মোবাইল নম্বর রেজিস্টারে লিপিবদ্ধ করে রাখতে হবে। প্রশাসনের লোকজন নিয়মিত বাজার মনিটরিং করবে বলেও জানান তিনি।

করোনা প্রতিরোধ ও বাজার মনিটরিং নিয়ে দিরাই বাজার মহাজন সমিতি নেতৃবৃন্দের সাথে শুক্রবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ কামনাশীষ রায় লিটনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল, ব্যবসায়ী নেতা হাজী নুর মিয়া, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লা, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, ব্যবসায়ী নেতা নুরুল হক মিয়া, করম উদ্দিন, শহীদুল ইসলাম, ফিরোজ মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, ব্যবসায়ী ইকবাল চৌধুরী প্রমুখ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap