দক্ষিণ সুনামগঞ্জে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি ; ৫০ হাজার টাকা জরিমানা

কলম শক্তি ডেস্ক ঃ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে অতিরিক্ত দামে ভোগ্য পন্য বিক্রি করার দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় গুজব ছড়িয়ে পেয়াজের দাম বাড়িয়ে দেয়ায় কয়েকজন ব্যবসায়িদের আইনের আওতায় আনাহয়। শুক্রবার(২০ মার্চ) বিকেলে উপজেলার নোয়াখালী বাজার, আক্তাপাড়া(মিনা বাজার), পাগলা বাজার ও শান্তিগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার শাম্মী। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সর্বমোট ৭টি দোকানে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির অপরাধে ৭ ব্যাবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আদালতকে সহযোগিতা করে দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই মো. মাহবুবুর রহমান চকদার এর নেতৃত্বে পুলিশের একটি দল। এই অভিযানে উপজেলা নির্বাহী অফিসের নাজির মো. আবু বক্কর সিদ্দিক সহ প্রশাসেনর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।