ইলিভেন স্টার স্পোর্টিং ক্লাবের বিজয় উদযাপন

স্টাফ রিপোর্টার ঃ সদ্যসমাপ্ত ‘টাইগার কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইলিভেন স্টার স্পোর্টিং ক্লাব বিজয় উদযাপন করেছে। ক্লাবের সাবেক খেলোয়ার যুক্তরাজ্য প্রবাসী মিসবাউল হক মিসবাহ’র উদ্যোগে দক্ষিণ সুনামগঞ্জের গাজীনগর তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত বিজয় উদযাপন অনুষ্ঠানটি ক্লাবের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মিলনমেলায় পরিণত হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক খেলোয়ার ইকবাল হোসেন চৌধুরী, মোশাহিদ আহমদ, জুয়েল সরদার, আবুল বাশার, কায়েস আহমদ, জয়নুল হক চৌধুরী, আল মরিয়াদ তনয়, শোভা মিয়া, ফয়সল আহমদ, শাহান চৌধুরী, রাজীব তালুকদার, রেজাউল করিম, হাবিবুর, শুভ, শফিক। বর্তমান খেলোয়াড় মোমেন সরদার, আবু তালহা আল গালিব, সাকিব আহমদ, কায়েস মোহাম্মদ, জয়সহ অনেকেই। বিজয়ের প্রতিক্রিয়া ব্যক্ত করে ক্লাবের সাবেক তারকা খেলোয়াড় আল মরিয়াদ তনয় বলেন, ইলিভেন স্টার দিরাইয়ের একটি ঐতিহ্যবাহী স্পোর্টস ক্লাব। ইলিভেন স্টারে যারাই খেলেছেন সকলেই এই ক্লাবকে অন্তরে লালন করেন। ক্লাবের যেকোনো প্রয়োজনে সবাই এগিয়ে আসেন। অনুষ্ঠানের আয়োজক মিসবাহ’র প্রসঙ্গ টেনে তনয় বলেন, ছেলেটি সুদূর প্রবাসে থেকেও নিয়মিত ক্লাবের খোঁজখবর রাখে। সেও আজকের এই বিজয়ের গৌরবের ভাগীদার। টাইগার কাপ ক্রিকেট টুর্নামেন্টের বিজয় আমরা মিসবাহকে উৎসর্গ করেছি।