সারাদেশ
মুসুল্লিদের হাত ধুতে ৫ টি মসজিদে সাবান ও সোপ-কেইস দিলেন রুকনুজ্জামান

স্টাফ রিপোর্টার ঃ মহামারী নভেল করোনা ভাইরাসের সচেতনতায় ভালভাবে হাত ধু্য়ে অযু করার জন্য ৫ টি মসজিদে সাবান ও সোপ-কেইস প্রদান করলেন দৈনিক সত্যপ্রবাহ ডটকম সম্পাদক ও অনলাইন প্রেসক্লাবের নির্বাহী সদস্য রুকনুজ্জামান জহুরী। রবিবার দুপুরে দিরাই পৌর সদরের থানা জামে মসজিদ, বাইতুল আমান জামে মসজিদ, মধ্যবাজার জামে মসজিদ, উপজেলা পরিষদ জামে মসজিদ ও পুরাতন বাগবাড়ি জামে মসজিদের ইমামগণের হাতে এসব সাবান ও সোপ কেইছ তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যুগ্ম সম্পাদক আবু হানিফ চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ প্রমুখ।