সারাদেশ

খুঁটির সঙ্গে বেঁধে বৃদ্ধকে গোবর খাইয়ে নির্যাতন

নিউজ ডেস্ক ঃ ভোলায় গাছের চারা রোপণকে কেন্দ্র করে এক বৃদ্ধকে রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতন ও গোবর (গরুর মল) খাওয়ানোর ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে নির্যাতনের এ ভিডিওচিত্র সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হলে রাতেই পুলিশ ঘটনার মূল হোতা বৃদ্ধের ভগ্নিপতি রশিদ মল্লিককে (৫০) গ্রেফতার করেছে। গতকাল এ ঘটনায় মামলা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সি গ্রামে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, রফিকুল ইসলামের ছেলে মুনসুরকে (৫৩) রশি দিয়ে খুঁটির সঙ্গে হাত বেঁধে রশিদ মল্লিকের নির্দেশে আরসাদ মল্লিক (২৭) লাঠির মাথায় গোবর নিয়ে তাকে খাওয়ায়। একই সঙ্গে বৃদ্ধের দাড়িতেও গোবর মেখে দেওয়া হয় এবং তাকে মারধর করা হয়। নির্যাতনের নেতৃত্ব দেওয়া রশিদ মল্লিক মুনসুরের আপন ভগ্নিপতি ও যুবক আরসাদ নাতনি জামাই। ঘটনাটি গত ২৫ জুলাই ঘটলেও প্রথমে নির্যাতিত মুনসুর ভয়ে তিনি থানার দ্বারস্থ হননি। কিন্তু ওই ঘটনার ১৪ দিন পর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালের পর রশিদ মল্লিককে শুক্রবার রাতে আটক করা হয়। এ ব্যাপারে ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, গতকাল সকালে মুনসুর বাদী হয়ে নাতনি জামাই আরসাদকে প্রধান আসামি ও রশিদ মল্লিককে দ্বিতীয় আসামি করে ৪ জনের বিরুদ্ধে ভোলা থানায় একটি মামলা করেন। এ মামলায় ঘটনার মূল হোতা রশিদ মল্লিককে গ্রেফতার করা হয়েছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap