ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন প্রকৌশলী সৌমেন সেনগুপ্ত

স্টাফ রিপোর্টার ঃ মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহা উপলক্ষে দিরাই শাল্লাবাসীসহ দেশবিদেশের মুসলিম সম্প্রদায়ের লোকজনদের শুভেচ্ছা জানিয়েছেন প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত ও সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার একমাত্র পুত্র গ্রো ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজসেবক প্রকৌশলী সৌমেন সেনগুপ্ত। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনা সংকটের মধ্যে হানা দিয়েছে প্রাকৃতিক দুর্যোগ বন্যা। প্রতিকূলতা কাটিয়ে উঠতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ বিশ্ব দরবারে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি পালন করে আসছে। আমাদের দিরাই শাল্লাও এর ব্যতয় নয়। অনাদিকাল থেকে রয়েছে আমাদের সম্প্রীতির এক অনুপম ঐতিহ্য। কোরবানির শিক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ব্যক্তি ও সমাজ জীবনে সঠিকভাবে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা- এটাই হোক এবারের ঈদের অঙ্গীকার।”