সারাদেশ
করোনা ; হাত ধোয়ার ব্যবস্থা করলো দিরাই থানা

স্টাফ রিপোর্টার ঃ করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে দিরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুলের উদ্যোগে থানা প্রাঙ্গণে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।
সোমবার (২৩মার্চ) কে এম নজরুলের ব্যক্তিগত ব্যবস্থাপনায় থানায় কর্মরত স্টাফ ও ভ্রাম্যমাণ মানুষের সুবিধার্থে বেসিন স্থাপন করে হাত ধোয়ার এই স্থায়ী ব্যবস্থা করা হয়।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ওসি কে এম নজরুল বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে বার বার সাবান দিয়ে হাত ধোয়ার উপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা গুরুত্ব দিচ্ছে। গত ১৯ মার্চ হতে থানা প্রাঙ্গণে হাত ধোয়ার ব্যবস্থা গ্রহন করি, এরপর পুলিশ সুপার স্যারের নির্দেশনায় বেসিন স্থাপন করে স্থায়ীভাবে হাত ধোয়ার বন্দোবস্ত করা হয়েছে।