সারাদেশ

অ্যাড. পাভেল চৌধুরীর বাসভবনে মিলাদ মাহফিলে বিএনপি নেতা-কর্মীর মিলনমেলা

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্ঠা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেলের নবনির্মিত বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিরাই পৌর সদরের আরামবাগ আবাসিক এলাকায় তাঁর পিতামাতা ‘শহীদ চৌধুরী ও পিয়ারা বেগম-এর নামে নামকরণকৃত ‘শহীদ চৌধুরী এন্ড পিয়ারা মঞ্জিল’ বাসভবনের নির্মাণকাজ শেষ হওয়ায় এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রোববার দুপুরে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে সুনামগঞ্জ জেলা বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিককর্মী ও গণমাধ্যমকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল অতিথিদের স্বাগত জানান। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন প্রখ্যাত আলেম দরগাহপুর মাদ্রাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম খান সাহেব। মিলাদ ও দোয়া মাহফিল শেষে বাসভবনের নামফলক উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আনছার উদ্দিন, দিরাই উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী আহমদ মিয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক বাকের ইসলাম, সদস্য হুমায়ুন কবীর তালুকদার, দিরাই উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী, মানিক তালুকদার, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ইয়াহিয়া চৌধুরী, প্রেসক্লাব সহসভাপতি সোয়েব হাসান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, ডিএসএস প্রি ক্যাডেট একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক শাহজাহান সিরাজ, বিএনপি নেতা অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জগদল ইউনিয়ন বিএনপির সভাপতি নজির মিয়া, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিপন হাসান চৌধুরী, সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মিলাদ, শিক্ষক গৌছ উদ্দিন, উপজেলা তরুণ দল সভাপতি রেজাউল করিম, যুবদল নেতা সুমন মিয়া, রেজাউল করিম রিজু, উপজেলা ছাত্রদল একাংশের যুগ্ম আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু, কলেজ ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমান প্রমুখ।


Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap