
স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস মোকাবেলায় ব্যক্তিগত উদ্যোগে দিরাই ও শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক ও নার্সদের পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছেন সুনামগঞ্জের দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি। বুধবার বিকেলে পিপিইগুলো স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়। দিরাইয়ে পিপিই হস্তান্তরকালে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লা, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া প্রমুখ। প্রদীপ রায় জানান, দিরাই ও শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের জন্য ড. জয়া সেনগুপ্তা এমপি ব্যক্তিগত উদ্যোগে ৩০ টি পিপিই প্রদান করেছেন। এগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এমপির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।