জাতীয়

জরুরি প্রয়োজন ব্যতিত রাস্তায় বের হলেই ব্যবস্থা – ওসি দিরাই

স্টাফ রিপোর্টার ঃ দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল বৃহস্পতিবার থেকে দিরাই বাজারসহ থানা এলাকায় রাস্তাঘাটে জরুরি প্রয়োজন ব্যতিত কাউকে বের না হওয়ার নির্দেশনা জানিয়েছেন।

বুধবার রাতে ওসি কে এম নজরুলের ফেসবুক আইডি থেকে করা পোস্টে এই নির্দেশনার বিষয়টি জানা যায়।

এবিষয়ে জানতে চাইলে মুঠোফোনে ওসি নজরুল বলেন, করোনা ভাইরাসের বিস্তৃতি রোধে সবধরনের গণজমায়েত ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সারাদেশে ওষুধ ও নিত্যপণ্য ছাড়া সকল দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন দপ্তর, গণপরিবহন বন্ধ রয়েছে কদিন ধরেই। স্থানীয় প্রশাসনকে সহযোগিতায় মাঠপর্যায়ে অবস্থান নিয়েছে সেনাবাহিনী। দিরাইয়েও স্থানীয় প্রশাসনের নির্দেশনায় বন্ধ রয়েছে দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান। প্রশাসনের পক্ষ থেকে বার বার বলার পরও দিরাই বাজারসহ বিভিন্ন স্থানে লোক সমাগম অব্যাহত আছে। এরই প্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে থানা এলাকার হাটবাজার, রাস্তাঘাটে জরুরি প্রয়োজন ব্যতিত জনসাধারণকে বের না হতে বলা হয়েছে। কেউ এই নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে ওসি বলেন, প্রাণঘাতী এই ভাইরাস থেকে মানুষকে সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর যতোটা কঠোর হওয়ার প্রয়োজন, ততোটাই হবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap