দিরাইয়ে সেনাসদস্য রজত তালুকদারের পক্ষ থেকে মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সেনাসদস্য রজত তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে রজত তালুকদারের গ্রামের বাড়ি উপজেলার খাগাউড়া গ্রামে খাগাউড়া স্পোর্টিং ক্লাব (কেএসসি)এর উদ্যোগে ও রজত তালুকদারের অর্থায়নে শতাধিক লোকেদের মধ্যে বাড়িবাড়ি গিয়ে এই মাস্ক বিতরণ করা হয়। এছাড়া গ্রামের লোকজন ও কেএসসি’র উদ্যোগে গ্রামে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি আরোপ, গ্রামের মানুষজন শহর থেকে আসলে হোম কোয়ারাইন্টানে রাখা ও কেএসসির অর্থায়নে গ্রামের প্রবেশদ্বারে চেকপোস্ট এবং হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আগামীকাল হতে এলাকায় সচেতনতা মূলক মাইকিং করার সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা কেএসসি মঞ্জু ভৌমিক, কেএসসি সদস্য বাবলু তালুকদার , অমিত তালুকদার, রুপম মজুদার, সুজন তালুকদার, রমেন্দ্র তালুকদার (রেনু), মন্টু ভৌমিক, বাবুল তালুকদার, শীতল তালুকদার, শৈলেন তালুকদার, বুলবুল জোয়ারদার, সেন্টু তালুকদার প্রমুখ।