সারাদেশ
দিরাইয়ে শ্রমজীবি মানুষের মধ্যে সাবান ও মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ সঞ্চয় ও ঋনদান প্রতিষ্ঠান দিরাই ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মধ্যে সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর সদরের চন্ডিপুর ও বিকেলে ধল রোড, পুর্ব দিরাই এলাকায় শতাধিক শ্রমজীবীদের হাতে এসব সাবান ও মাস্ক তুলে দেন ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিয়াউর রহমান লিটন, ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত সাগর দাস, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, ইউপি সচিব শুভ দাস, ফাউন্ডেশনের সদস্য ঝুটন সূত্রধর, আকাশ প্রমুখ।