করোনা রোধে উপজেলা চেয়ারম্যান ফারুক’র প্রচারণা

কলম শক্তি ডেস্ক :: করোনা ভাইরাস রোধে সচেতনতা বৃদ্ধি,সরকারী আইন মেনে চলা ও স্বাস্থ্য বিধান মেনে চলতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ হ্যান্ড মাইকিংয়ে প্রচারনা চালিয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার পাগলা বাজার ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেয়ারম্যান ফারুক আহমেদ এই জনসচেতনতা মুলক প্রচারণা চালিয়ে যান। উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ মাইকিংয়ে বলেন, ‘আমাদের সবার ঘরের ভিতর থাকতে হবে। করোনাভাইরাস থেকে বাঁচার একমাত্র পথ আল্লাহ কাছে প্রার্থনা করা ও সতর্কতা অবলম্বন করা।প্রয়োজন থাকা নিজ ঘরে পৃথকভাবে অবস্থান করা। বিনা কারণে হাট বাজার, রাস্তা-ঘাটে না আসা। মানুষের সমাগম এড়িয়ে চলা। মাস্ক ব্যবহার করা। আগামী ১৫ দিন বিপদজনক সময়। এই ১৫ দিন আপনারা দয়া করে ঘরের ভিতর থাকুন। দয়া করে আপনারা চা, পান ও আড্ডা দেয়ার জন্য বাজারে আসবেন না। আপনারা অবাধে চলাফেরা করবেন না। আপনাদের অবাধে চলাফেরায় আপনি ও আপনার পরিবারের সদস্যদের বিপদে ফেলতে পারেন। আমরা আমাদের মা, বাবা ও আত্মীয় স্বজনদের ভালোবাসি। আমরা যদি তাদেরকে ভালোবাসি তাহলে তাদের স্বার্থে প্রয়োজন ছাড়া বাজারে আসবো ও না ঘুরাফেরা ও করবো না।ঘর থেকে বাহির হলে মাস্ক ও গ্লাভস ব্যাবহার করবেন। ম্যাক্সিমাম আধাঘন্টা/একঘন্টা পর পর হাত ধৌত করবেন। বাড়িঘর পরিষ্কার রাখবেন। আমি উপজেলা চেয়ারম্যান নিজেও মাইক হাতে নিয়েছি। কারণ এ-ই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ’। তিনি আরও বলেন, ‘করোনা ভাইরাস যে ভাবে থাবা বসাচ্ছে তার থেকে মুক্তি পাওয়ার জন্যে আমাদের প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা সকলেই যাতে স্বাস্থ্য বিধান মেনে চলি তার জন্যে উপজেলার প্রতিটি হাট-বাজার এবং গ্রামে মাইকিং করা হচ্ছে।সকল মানুষের কাছে আমার আবেদন আমরা যেন স্বাস্থ্য বিধান মেনে চলি এবং করোনা ভাইরাস নিয়ে গুজব না ছড়াতে জনগণকে অনুরোধ করেছি’।