প্রধানমন্ত্রীর নির্দেশে শনিবার থেকে দিনমজুর শ্রমিকরা পাবেন ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি ডাল

কলম শক্তি ডেস্ক ঃ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ঠেকাতে সরকারিভাবে দেশের সকল এলাকায় সব ধরণের সমাগম নিষিদ্ধ করে সকল মার্কেট, গণপরিবহন, সরকারি সকল অফিস বন্ধ ঘোষণা করে দেয়া হয়েছে। বিনা প্রয়োজনে বাইরে না বেরুতেও আহবান জানানো হয়েছে সাধারণ মানুষকে। এই পদক্ষেপের পর বর্তমানে অতিদরিদ্র শ্রেণীর মানুষ বিশেষ করে রিকশার চালক, দিনমজুরসহ দিনে আয় করে দিনে খরচ করা ব্যক্তিরা বিপদের সম্মুখিন হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জন্য সহযোগিতার ব্যাবস্থা করে দিয়েছেন। সুনামগঞ্জ জেলার সকল এলাকার অতি দরিদ্র, দিনমজুর , কর্মহীন বেকার ও অস্বচ্ছল ব্যক্তি যারা সংকটকালীন এই সময়ে বেকার হয়ে পড়ছেন তাদের জন্য সরকার কর্তৃক জিআর চাল ও জিআর নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি জাতির উদ্দেশ্যে রাখা ভাষনেও দেশের শ্রমজীবি দরিদ্র মানুষের যেনো কষ্ট নাহয় সেদিকে খেয়াল রেখে তাদের জন্য সরকারের সহযোগিতার কথা তোলে ধরেন। পাশাপাশি সংকটকালিন এই সময়ে দরিদ্র মানুষের পাশে দাড়ানোর জন্য সম্পদশালীদের প্রতি আহবান জানান। শনিবার থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ি জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে এসব জিআর চাল ও জিআর নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল আহাদ।
সূত্র ঃ সুনামগঞ্জ টুয়েন্টিফোর