করোনা : দিরাইয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী
স্টাফ রিপোর্টারঃ করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সারাদেশের ন্যায় দিরাইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার সকাল থেকে স্থানীয় ইউএনও ও পুলিশ বাহিনীর সাথে দিরাই পৌর সদরসহ উপজেলার বিভিন্ন হাটে-বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক প্রচারণা শুরু করছে সেনাবাহিনী। জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ এবং ছড়িয়ে পড়ার ঝুঁকি বিবেচনায় সরকার দেশের সব জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়। সে নির্দেশনা মোতাবেক এইড টু সিভিল পাওয়ারের আওতায় মঙ্গলবার থেকে দেশের সব বিভাগ এবং জেলায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তায় প্রয়োজনীয় সমন্বয় করছে সেনাবাহিনী। উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ জানান, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসাব্যবস্থা, সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টিন ব্যবস্থা পর্যালোচনা, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ করোনা মোকাবেলায় স্থানীয় প্রশাসনের পদক্ষেপে সহযোগিতা ও সমন্বয়ের কাজ শুরু করেছে সেনাবাহিনী।