দিরাইয়ে মহাজন সমিতির উদ্যোগে দোকানের সামনে সুরক্ষা বৃত্ত
স্টাফ রিপোর্টার ঃ করুনা ভাইরাসের সংক্রমণ রুখতে সারাদেশের ন্যায় দিরাইয়ে বন্ধ রয়েছে ওষুধ ও নিত্যপণ্যের দোকান ব্যতিত সবধরনের দোকানপাট। জনসাধারণের প্রয়োজনে সরকারি সিদ্ধান্তে দিরাইয়ে খোলা থাকা এসব ফার্মেসী ও নিত্যপণ্যের দোকানে করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে সুরক্ষা বৃত্ত অঙ্কন করা হয়েছে। শুক্রবার সকালে এসব সুরক্ষা বৃত্ত নিজেরাই এঁকে দেন দিরাই বাজার মহাজন সমিতির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিন ও কোষাধ্যক্ষ কামনাশীষ রায় লিটন। এবিষয়ে কামনাশীষ রায় বলেন, সামাজিক দুরত্ব বজায় রাখতে ও সচেতনতা তৈরির লক্ষ্যে আমাদের এই কার্যক্রম। ক্রেতারা নিরাপদ দুরত্ব বজায় রেখে মালামাল ক্রয় করতে সুরক্ষা বৃত্তগুলো একান্তই প্রয়োজন ছিল। মহাজন সমিতির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন বলেন, মহাজন সমিতির নতুন নেতৃত্বে বাজার পরিচালনায় গতি এসেছে। নতুন কমিটির ব্যবসায়ীদের কল্যানে বিভিন্ন কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হচ্ছে। এধারা অব্যাহত রাখতে মহাজন সমিতি নেতাদের আহবান জানান তিনি।