দিরাইয়ে শ্রমজীবি ও ভিক্ষুকদের পাশে ‘স্বজন’র তরুণরা

স্টাফ রিপোর্টার ঃ- করোনা সংকটে দিরাইয়ে শ্রমজীবি ও ভিক্ষুকদের পাশে দাঁড়িযেছে একঝাঁক তরুণ। রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বজন’র উদ্যোগে ও নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তির আর্থিক সহায়তায় শনিবার বেলা ৩ টায় পৌর এলাকার অর্ধশতাধিক শ্রমজীবি ও ভিক্ষুকদের মাঝে চাল, ডাল, পিঁয়াজ ও তৈল তুলে দেয় স্বজনের তরুণরা। এসময় উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, সাংবাদিক ইমরান হোসাইন, মোশাহিদ আহমদ, জাকারিয়া হোসেন জোসেফ। উপস্থিত ছিলেন স্বজন’র উপদেষ্টা প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, মিজানুর রহমান পারভেজ, আহবায়ক ইসলাম উদ্দিন, সদস্য সচিব মুহিবুর মুন্না, বিশ্বজন’র সভাপতি শাহজাহান সাজু, মোজাক্কির, জুবায়ের, রুহুল আমিন, তুহিন, মঈনুদ্দিন, ইমাদ সরদার,রুহুল আমিন, জায়েদ প্রমুখ। সংগঠনের উপদেষ্টা দিরাই সরকারি কলেজের আইসিটির প্রভাষক মিজানুর রহমান পারভেজ বলেন, আমরা নিজেদের দ্বায়বদ্ধতা থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা যদি এই দরিদ্র মানুষের পাশে দাঁড়ান ইনশাআল্লাহ এই সংকট মোকাবেলা করা সম্ভব।