সারাদেশ
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির সহায়তা পেলো অর্ধশতাধিক অসহায় পরিবার

স্টাফ রিপোর্টার ঃ করোনা পরিস্থিতিতে কর্মহীন দিরাইয়ের শ্রমজীবী ও দিনমজুর অর্ধশতাধিক পরিবারকে পরিবার প্রতি ৫ কেজি চাল, হাফ কেজি ডাল, হাফ কেজি ভোজ্য তেল ও একটি সাবান প্রদান করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তির আর্থিক সহায়তায় ও ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় শনিবার দুপুরে ফাউন্ডেশনের কার্যালয়ে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিয়াউর রহমান লিটন, ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত সাগর দাস, সদস্য ঝুটন সূত্রধর প্রমুখ।