জাতীয়সারাদেশ

দিরাইয়ে করোনা সচেতনতায় কাজ করছে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাই-শাল্লা উপজেলা সদরসহ গ্রামগঞ্জে করোনা বিষয়ক জনসচেতনতা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে স্থানীয় প্রশাসনের সাথে কাজ করছে সেনাবাহিনী। শনিবার ২য় দিন সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ সেনাবাহিনী ও পুলিশ নিয়ে পৌর সদরসহ উপজেলার রজনীগঞ্জ বাজার, সাদিরপুর, কর্ণগাওয়ে এ অভিযান করেন। লেঃ মেহেদী নেতৃত্বাধীন সেনাবাহিনীর একটি ইউনিট ও অফিসার ইনচার্জ (তদন্ত) আকরাম হোসেনের নেতৃত্বাধীন থানা পুলিশের একটি দল অভিযানে অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ জানান, সব কিছু বন্ধ থাকার কারণে ঢাকাসহ বিভিন্ন শহর থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গ্রামে এসেছেন, তাদেরকেও ১৪ দিন হোমকোয়ারেন্টাইনে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। প্রতিটি গ্রাম্য বাজারসহ সব জায়গায় থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় প্রচারাভিযান চালানো হবে জানিয়ে এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap