আন্তর্জাতিক

করোনা ; সচেতন ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান দিরাই শাল্লা এসোসিয়েশন ইউকে’র

করোনা ভাইরাস সম্পর্কে সচেতন ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান দিরাই শাল্লা এসোসিয়েশন ইউকে’র কলম শক্তি ডেস্ক ঃ প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়েছেন দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি মো. আশিক মিয়া ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রুবেল। দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র পক্ষে সভাপতি ও সম্পাদক বিবৃতিতে বলেন, আমাদের সবাইকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন হতে হবে, স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। সচেতনতাই নিজেকে এবং জাতিকে এই মহামারীর হাত থেকে বাঁচাতে পারে। কিন্তু আমাদের সামান্য অসচেতনতা বা অবহেলা সবাইকে ভয়াবহ মহামারীর মুখে ঠেলে দিবে। তারা বলেন, করোনাভাইরাস একটি অধিক সংক্রমণ জীবাণু। তাই এর সংক্রমণ রোধে নিজ নিজ ঘরে অবস্থান করা, অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, কোনভাবেই মানুষের ভিড়ে না যাওয়ার পরামর্শ মেনে চলার অনুরোধ জানান। যে সকল প্রবাসী বাংলাদেশে অবস্থান করছেন, তাদেরকে চিকিৎসকের পরামর্শ ছাড়া বাহিরের চলা-ফেরা না করার অনুরোধ করে বলেন, সবাইকে কোয়ারেন্টিন মেনে চলা উচিত। নিকটতম ব্যক্তি এবং আত্মীয় স্বজনদের সংস্পর্শও এড়িয়ে চলার জন্য অনুরোধ করেন তারা। করোনাভাইরাস বিষয়ে কারও যদি কোনো উপসর্গ দেখা দেয় সেটা লুকিয়ে না রেখে অবিলম্বে চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়ে দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র দুই নেতা বলেন, ‘যদি কেউ কখনো মনে করেন যে, কেউ এ ধরনের ভাইরাসে আক্রান্ত হয়েছেন বা তার কোনরকম নমুনা দেখা দিচ্ছে সঙ্গে সঙ্গে আপনাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে।’ সবাইকে স্বাস্থ্যবিধি, চিকিৎসকদের পরামর্শ এবং সরকারের নিষেধাজ্ঞা মেনে চলে সরকারকে সহযোগিতার অনুরোধ করেন তারা।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap