দিরাইয়ে জেলা প্রশাসক – ফসল রক্ষা বাঁধ নিয়ে অনিয়ম হলে সহ্য করা হবে না

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের জেলা প্রশাসক আবদুল আহাদ বলেছেন, ‘স্বাধীনতা পরবর্তীতে ড. কুদরাত-এ -খুদাকে নিয়ে জাতির পিতা বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে বিজ্ঞানের গবেষনা কার্যক্রম শুরু করেছিলেন। জাতির পিতার দুটি স্বপ্ন ছিল। একটি হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবং উনার জীবদ্দশায় দীর্ঘ লড়াই সংগ্রাম করে সেটি আমাদের উপহার দিয়েছিলেন। আরেকটি হচ্ছে ক্ষুধা দারিদ্র মুক্ত, শোষন মুক্ত, বঞ্চনামুক্ত উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করা, এটি করতে যে ধরনের সেটাপ প্রয়োজন উনি স্বাধীনতা উত্তর সেটি করেছিলেন। কিন্তু তা শেষ করতে পারেননি। পরবর্তিতে ১৯৯৬ সালে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্বাধীনতার যে চেতনা ছিল, জাতীর পিতার যে স্বপ্ন ছিল তার শুভ সুচনা করেন। অনেক বাধাবিপত্তি পেরিয়ে ২০০৯ সাল থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দীর্ঘ মেয়াদী লক্ষ্য কর্মপরিকল্পনা এবং অভিযাত্রা নিয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছে। জেলা প্রশাসক বলেন, দিরাই-শাল্লার হাওরাঞ্চল আজ আর পিছিয়ে নেই, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে এবং প্রত্যন্ত গ্রাম থেকেও মানুষ মোবাইলের মাধ্যমে সারাদুনিয়ার সাথে যোগাযোগসহ জেলা প্রশাসক এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেশের সকল কার্যালয়ে আবেদন নিবেদন করতে পারছে। তা সম্ভব হয়েছে বর্তমান সরকারের সুদুর প্রসারী বিজ্ঞানমনস্ক চিন্তা চেতনার কারনে, যারফলে বাংলাদেশে আজ সুখী সমৃদ্ধ প্রযুক্তি নির্ভর তথ্যভিত্তিক অনেক ক্ষেত্র তৈরী হচ্ছে।
ফসল রক্ষা বাঁধের উপর গুরাত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, এঅঞ্চলের সিংহভাগ মানুষের জীবন জীবিকা একফসলি বোরো ফসলের উপর নির্ভরশীল। অকাল বন্যার হাত থেকে ফসল রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ অত্যাবশ্যক। তাই পিআইসি ও বাঁধ নির্মাণ নিয়ে কোন ধরণের অনিয়ম সহ্য করা হবেনা। অনিয়মের তথ্য পেলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার চলতি বোরো মৌসুমে হাওরের ফসল অকাল বন্যার হাত থেকে রক্ষার জন্য বিশেষ গুরুত্ব দিচ্ছে। কৃষকের ফসল ঘরে তোলা পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে। এ নিয়ে লুকোচুরি করা যাবেনা।
স্থানীয় জনপ্রনিধিদের উদ্দ্যেশ করে তিনি বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা যাতে প্রকৃত উপযোগী ব্যক্তি পায়, সেদিকে নজর রাখতে হবে। এজন্য ওয়ার্ডের লোকদের নিয়ে মতবিনিময় করে উপকারভোগীর তালিকা তৈরী ও তালিকা ইউনিয়ন পরিষদের নোটিশবোর্ডে ও ফেইসবুকে প্রচার করার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি।
এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আপনার আমার জীবিকা পোশাক-পরিচ্ছদ জনগণের ট্যাক্সের টাকায় আসে, বিষয়টি অনুধাবণ করে সেবার মানসিকতা নিয়ে কাজ করুন।
রবিবার দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও প্রদর্শনী উপলক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফি উল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেনর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সায়েন্টিফিক অফিসার ড. আহসান হাবিব। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, মেয়র মোশাররফ মিয়া, ওসি কেএম নজরুল, প্রধান শিক্ষক জাফর ইকবাল, সব্যসাচী দাস চয়ন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুল হালিম, খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, নির্বাহী সদস্য রুকনুজ্জামান জহুরীসহ শিক্ষক শিক্ষার্থীরা। এরপর জেলা প্রশাসক বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী হুমায়রা জাহান নওশীন ও গীতা পাঠ করেন অর্পিতা রায় চৌধুরী।