ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার ঃ দিরাই ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ২ শতাধিক শ্রমিক, দিনমজুর ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে পৌরসদরের সুজানগর মাদ্রাসায় ৩০ টি পরিবারকে পরিবার প্রতি ১২ কেজি চাল, ১ কেজি আলু, ১ টি সাবান প্রদানের মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু করেন সংগঠনের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবদাল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুজ্জামান লিকসন, নির্বাহী সদস্য মনোয়ার হোসেন রাজীব, ব্যবসায়ী ইকবাল চৌধুরী, ওবায়দুল হক চৌধুরী প্রমুখ। সংগঠনের সভাপতি আবদাল আলম চৌধুরী জানান, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) বেলায়েত হোসেন সিকদার, ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের প্রধান উপদেষ্ঠা ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, ব্যারিস্টার মাহদীন চৌধুরী, ইউপি চেয়ারম্যান রেজুয়ান হোসেন খান, বাবলু চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী বিপ্লব সরদার, রুবেল চৌধুরী, আলী আকবর চৌধুরী, সিজিল মিয়া, ফয়সল, হাসান আহমদ, মহিউদ্দিন, জগনু, হান্নান মিয়া, আবদাল আলম চৌধুরী, আবুল বশর, মনোয়ার হোসেন রাজিব, আবুল কাশেম, ফয়সল আহমেদ, রুকনুজ্জামান জহুরী, বাদশা মিয়া, আক্তার মিয়া, দুলাল মিয়া, শামসুজ্জামান লিকসনের সহযোগিতায় ২০০ পরিবারকে সহায়তা প্রদানের শুরুতে আজ ৩০ টি পরিবারকে দেওয়া হয়েছে। পৌর সদর ও করিমপুর ইউনিয়নের কিছু গ্রামের বাকি ১৭০ টি পরিবারের হাতেও শীঘ্রই এই সহায়তা তুলে দেওয়া হবে।