জাতীয়সারাদেশ

দিরাইয়ের পল্লীতে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার ঃ- সুনামগঞ্জের দিরাইয়ে ধান শুকানোর খলা (মাঠ) তৈরীকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামে এঘটনা ঘটে। দেড় ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের গুরুতর আহত মুস্তাক মিয়া (৩০), উজ্জল মিয়া (২০), তোফায়েল (৩৫), রায়হান (১৮), ছরিদুল ইসলাম (৪০), সালমান (২২), উমর ফারুক (৩২), আল আমিন (৫২), অলিল (৪৭), নিজাম উদ্দিন (১৪), রাজনুর (৬০), হোসেন আলী (২৭), জহুর আলী (৫৬), আকিনুর (২২), এরশাদ মিয়া (৫৫), হজরত আলী (২২), মুর্শেদ (৩৬), রায়হান (২০), সাজিবুল (৩৮), ইবাদুল (২৪), সেনুর (৬০), এনামুল (৩০), মোতাহের (৬০), আবু সুফিয়ান (২৬), ফারুক (৩০), মাহাদুল (২২), আব্দুল মুকিত (২৭), তৌকির হাসান (১৪), আনসার আহমদ (১৫) কে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে ধান শুকানোর জন্য খলা (মাঠ) তৈরীর জন্য গ্রামের সামনের জায়গা দখলকে কেন্দ্র করে গ্রামের আব্দুর রাজ্জাক ও আলী আহমদের লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। মঙ্গলবার সকালে একই জায়গায় উভয় পক্ষ খলা তৈরী করতে গেলে সংঘর্ষ বাধে। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ থামান। আব্দুর রাজ্জাক বলেন, আমাদের বাড়ীর সামনে দীর্ঘদিন ধরে ধান শুকানোর খলা (মাঠ) তৈরী করে ধান শুকিয়ে আসছি। এবৎসর আমাদের প্রতিপক্ষ গ্রামের আলী আহমদ ও মকবুল হোসেনের লোকজন জোর করে আমাদের জায়গায় খলা তৈরী করতে আসে। আমাদের লোকজন বাধা দিলে তারা অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদের লোকজনের উপর হামলা করে। আমাদের ২০জন লোক গুরুতর আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল বলেন, সংঘর্ষের খবর পেয়েছি, অভিযোগ দাখিল হলে ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap