বর্ণমালা কম্পিউটার গ্রাফিক্স স্বত্ত্বাধিকারী উজ্জ্বল আহমদ-এর ঈদ শুভেচ্ছা

কলম শক্তি ডেস্ক ঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রাহক, শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবসহ দেশবিদেশের মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দিরাই পৌর মার্কেটস্থ বর্ণমালা কম্পিউটার গ্রাফিক্স-এর স্বত্ত্বাধিকারী উজ্জ্বল আহমদ। পবিত্র ঈদুল ফিতরে সকলের নিরাময়, সুস্বাস্থ্য, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে তিনি বলেন, এবার পবিত্র ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘ দিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় পবিত্র ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। মহান সৃষ্টিকর্তার অপার মহিমায় মানুষের জীবন থেকে দূরীভূত হোক সকল মহামারি, সুখ-শান্তি সমৃদ্ধি আসুক প্রতিটি মানব জীবনে। পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহবান আমাদের বাস্তবিক জীবনে প্রতিফলন ঘটুক বিশ্বসমাজ। সমাজের ধনী-গরীব ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, নির্বিশেষে সকল প্রাণে ছড়িয়ে পড়ুক ঈদ আনন্দ।