করোনা সংকটে কর্মহীনদের মধ্যে দিরাই থানা গ্রুপের খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ করোনা সংকটে কর্মহীন নিম্নআয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ফেসবুকভিত্তিক সামাজিক সংগঠন দিরাই থানা গ্রুপ (DTG)। বুধবার দুপুরে থানা রোডস্থ সংগঠের অস্থায়ী কার্যালয়ে উপজেলার বিভিন্ন গ্রামের দুই শতাধিক পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দিরাই থানা গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বকুল আহমেদ চৌঃ, সাধারণ সম্পাদক এস এম সায়েম, সমন্বয়ক রুম্মান আহমেদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ, অর্থ সম্পাদক মহাদেব দাস, তথ্য ও গবেষণা সম্পাদক আবুওক্কাস খান সুমন, প্রচার সম্পাদক ইমন খান, সদস্য আইয়ূব খান, মাহমুদুল হাসান। সংগঠনের সদস্যরা জানান, চলমান করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনায় ব্যবসা-বানিজ্যসহ সবকিছু বন্ধ ও সাধারণ মানুষকে ঘরে থাকার কারণে কর্মহীন নিম্নআয়ের লোকজন চরম খাদ্য সংকটে রয়েছেন। তাদের পাশে দাঁড়াতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।