সারাদেশ

দিরাইয়ে নিম্নআয়ের লোকজনকে ব্রাকের নগদ অর্থ সহায়তা

দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ব্রাক কর্তৃক ১৩০০ জন শ্রমিকের মধ্যে ১৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা বিতরণ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার দিরাই ভূমি অফিস প্রাঙ্গণে নগদ অর্থ সহায়তা বিতরণ কাজের উদ্বোধন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, পৌরসভার মেয়র মো. মোশাররফ মিয়া, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল হক, ব্রাকের উপজেলা সমন্বয়কারী পারুল খানম, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ব্রাকের দিরাই উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যরা। এর আগে পৌরসদরের বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৪টি দোকান মালিককে ১৯ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন জেলা প্রশাসক।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap