সারাদেশ
দিরাইয়ে ৪০ টি অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী দিলো ‘মানবতার বন্ধন’

স্টাফ রিপোর্টার ঃ দিরাইয়ে করোনা সংকটে কর্মহীন বিভিন্ন শ্রেণিপেশার ৪০ টি নিম্নআয়ের অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করেছে জনকল্যাণমূলক সংগঠন ‘মানবতার বন্ধন’। সংগঠনের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী ইরফান আহমেদ কাওসারের উদ্যোগে ও সংগঠনের অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার বেলা ১১ টায় দিরাই কলেজ রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ৪০ টি পরিবার প্রধানের হাতে পরিবারপ্রতি ৫ কেজি চাল, ১ কেজি ভোজ্য তৈল, ১ কেজি ডাল, ১ কেজি আলু ও ১ টি সাবান তুলে দেয় সংগঠনের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন গ্রুপের সদস্য আইয়ুব খান, মেহেদী হাসান চৌধুরী, মাহমুদুল হাসান রাহিম, ইশফাক সরদার, নাজমুল জয় প্রমুখ।