আন্তর্জাতিক

মক্কা মদিনায় ২৪ ঘন্টা কারফিউ

কলম শক্তি ডেস্ক ঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টা কারফিউ জারি করেছে সরকার। বৃহস্পতিবার থেকে বাড়তি পদক্ষেপ হিসেবে এ কারফিউ জারি করা হয়। এই কারফিউয়ের বাইরে থাকবেন জরুরি কাজে নিয়োজিত কর্মীরা। এ সময় শুধু জরুরি ভিত্তিতে খাবার ও ওষুধ কিনতে পারবেন সেখানকার বাসিন্দারা। তবে গাড়িতে একজনের বেশি যাত্রী বহন করা যাবে না। সৌদি আরবে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে পূর্বাঞ্চলের তেল উৎপাদনকারী প্রদেশ কাতিফে। ইরান থেকে ফেরা শিয়া মুসলিমরা প্রথম এই ভাইরাসে আক্রান্ত হন। তারপর থেকে সেখানে প্রায় ৪ সপ্তাহ ধরে লকডাউন চলছে। সরকারি হিসাবমতে, প্রাণঘাতী এ ভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত ১ হাজার ৮৮৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২১ জনের। আর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩২৮ জন।

সূত্র ঃ দৈনিক শ্যামল সিলেট

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap