সারাদেশ
ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের তৃতীয় ধাপের খাদ্য সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার ঃ দিরাই ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে শ্রমিক ও দিনমজুর পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে আজ শুক্রবার তৃতীয় ধাপের বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার পৌর সদরের ভরারগাঁও গ্রামের কয়েকটি পরিবারকে পরিবার প্রতি ১২ কেজি চাল, ১ কেজি আলু, ১ টি সাবান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী ইকবাল চৌধুরী, ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি আবদাল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুজ্জামান লিকসন, নির্বাহী সদস্য রাজীব তালুকদার, সদস্য হাদি চৌধুরী, মাহফুজ চৌধুরী, জাহেদ মিয়া প্রমুখ। উল্লেখ্য, চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন দিনমজুর, শ্রমিক ও দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করছে ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ।