শহরে জীবাণুনাশক স্প্রে করেছে দিরাই সরকারি কলেজ রোভার স্কাউট

স্টাফ রিপোর্টারঃ দিরাই পৌর শহরের সরকারি কলেজ ক্যাম্পাস, হাফিজিয়া হোসাইনিয়া মাদ্রাসা, মাদ্রাসা মসজিদ, পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি, দিরাই বাসস্ট্যান্ড, দিরাই হাসপাতাল এবং দিরাই উপজেলা প্রশাসন প্রাঙ্গণে ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক স্প্রে করেছে দিরাই সরকারি কলেজ রোভার স্কাউট। শুক্রবার সকাল থেকে দুপুর অবধি রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট শরীফ রব্বানীর পরিচালনায় রোভার স্কাউটের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন, দিরাই সরকারি কলেজের আইসিটি লেকচারার মিজানুর রহমান পারভেজ ও সেচ্ছাসেবক সেবুল রেজা চৌধুরী। স্কাউট সদস্যরা জানান, মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, জরুরী কাজ না থাকলে বাড়িতেই অবস্থান নিতে হবে আর পাশাপাশি বাড়ির আশেপাশে জীবানুনাশক ছিটিয়ে জীবানুমুক্ত করতে হবে। একমাত্র সচেতনতাই পারে এই মহামারী থেকে আমাদেরকে দূরে রাখতে।