সারাদেশ

খাদ্য ও ত্রাণ বিতরণের আগে পুলিশকে জানানোর অনুরোধ

স্টাফ রিপোর্টার ঃ করোনা পরিস্থিতিতে দিরাই থানা এলাকায় খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণের আগে থানা পুলিশকে জানানোর অনুরোধ করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল। কলম শক্তি ডটকমকে ওসি নজরুল বলেন, ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে জনাকীর্ণ অবস্থা যেন তৈরি না হয়, বিপদজনক অবস্থায় না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, কোনো অবস্থাতেই জমায়েত করা যাবে না। জনসাধারণের মাঝে সচেতনতা ও তাদের ঘরে রেখে সামাজিক দুরত্ব বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক কাজ করছে, এক্ষেত্রে সহযোগিতা করতে হবে। ত্রাণ বিতরণের মাধ্যমে এই সামাজিক দুরত্ব বিধি যেন অমান্য না হয়, সেটি প্রত্যেক দাতাগণকে সর্বাগ্রে বিবেচনায় নিতে হবে। এজন্য ত্রাণ বিতরণের পুর্বে থানা পুলিশকে জানানো হলে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হবে বলে জানান ওসি।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap