সারাদেশ
দিরাইয়ে যুব সমাজের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২ নং ওয়ার্ডের একঝাঁক যুবা’দের উদ্যোগে করোনা সংকটে কর্মহীন বিভিন্ন পেশার নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে দিরাই উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বিধি মেনে ওয়ার্ডের দেড় শতাধিক পরিবারকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো পরিবার প্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ২ প্যাকেট বিস্কুট ও ১ টি করে সাবান। বিতরণকালে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, যুক্তরাজ্য প্রবাসী চান্দ আলী, ওয়ার্ডের বাসিন্দা মৃদুল চৌধুরী, জিয়াউল হক ভুট্টো, সোহেল আহমদ, আফজাল আহমদ, জিয়াউর রহমান, এমদাদুল হক, ওমর ফারুক তপু, শাফিউল ইসলাম, আয়মান, মিটু, বিন্দু, রশিদ মিয়া প্রমুখ।