জাতীয়সারাদেশ

দিরাইয়ে স্বাস্থ্যকর্মীদের পিপিই, মাস্ক, হ্যান্ড গ্লাভস দিলেন সৌমেন সেনগুপ্ত

নিজস্ব প্রতিনিধি: দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলার ৩০ টি কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে কর্মরত ডাক্তার, সেবাদানকারীদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করেছেন গ্রো ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী সৌমেন সেনগুপ্ত। রোববার বেলা ১টায় স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা তাঁর ব্যক্তিগত তহবিল ও গ্রো ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য কর্মকর্তার কাছে ৮০টি পিপিই, ৩শ মাক্স ও ১শ হ্যান্ড গ্লাভস তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সফি উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, সহসভাপতি সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুমন চৌধুরী, এমপির ব্যক্তিগত সহকারী পিন্টু চাকমা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সম্পাদক আবু হানিফ চৌধুরী, ডিবিসি টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক মানবজমিন দিরাই উপজেলা প্রতিনিধি মোশাহিদ আহমদ, গ্রো-ফাউন্ডেশনের সমন্বয়কারী আনাছ আহমেদ, দিলীপ কুমার প্রমুখ। উল্লেখ্য, প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত ও বর্তমান সাংসদ ড. জয়া সেনগুপ্তার একমাত্র পুত্র প্রচারবিমুখ সৌমেন সেনগুপ্ত দিরাই শাল্লার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে বলেছেন। গ্রো ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করে এর মাধ্যমে এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে গবাদিপশু, রিক্সা, সেলাই মেশিন প্রদান, বিভিন্ন দুর্যোগে ত্রাণসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করছেন। পাশাপাশি অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত বহু মানুষকে চিকিৎসার বন্দোবস্ত ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয়ভার বহন করছেন তিনি। জানা যায়, চলমান করোনা সংকটে এপর্যন্ত বিভিন্ন স্থানে ১২০ পিস পিপিই, ৩ হাজার পিস সাবান, ৪ হাজার পিস মাস্ক, ২ হাজার পিস নেল কাটার, ৪ হাজার পিস সচেতনতামুলক লিফলেট ও বহু পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এসহায়তা দুর্যোগকালীন চলমান থাকবে বলে গ্রো ফাউন্ডেশন সূত্র নিশ্চিত করেছে ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap