জাতীয় শোক দিবসে দিরাই উপজেলা আ. লীগের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে দিরাই উপজেলা আ.লীগ। শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এরপর শোকর্যালি শেষে উপজেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লা, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, দপ্তর সম্পাদক বিকাশ রায়, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী প্রমুখ।