জাতীয়
সিলেটে প্রথম করোনা রোগী সনাক্ত

কলম শক্তি ডেস্ক ঃ সিলেটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল। আজ রবিবার (০৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি। তিনি জানান, বর্তমানে রোগী তার নিজ বাসাতেই আছেন। বাসাটি লকডাউন করার প্রক্রিয়া চলছে। জানা যায়, রোগী বয়স্ক ও তিনি সিলেট মহানগর এলাকার বাসিন্দা।