জাতীয়

সিলেটের হাউজিং এস্টেট এলাকা লকডাউন

কলম শক্তি ডেস্ক ঃ করোনাভাইরাসে চিকিৎসক আক্রান্ত হওয়ার পর সিলেটের হাউজিং এস্টেট এলাকা লকডাউন করা হয়েছে। সোমবার সকাল থেকে প্রশাসনের তরফ থেকে এই লকডাউন ঘোষনা দিয়ে প্রধান ফটক তালাবদ্ধ করে দেওয়া হয়। সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত এক চিকিৎসক হাউজিং এস্টেট এলাকার নিজ বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন। এজন্য সামাজিক ভাবে যাতে করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ে সে কারনে এ ব্যবস্থা গ্রহন করা হয়। সিলেটের এয়ারপোর্ট থানার ওসি সাহাদাত হোসেন জানিয়েছেন- কেবল ওই চিকিৎসকের বাড়ি নয়, হাউজিং এস্টেটের মূল ফটক বন্ধ করে দিয়েছি। আপাতত এই এলাকায় কাউকে প্রবেশ করতে এবং এই এলাকা থেকে কাউকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। স্থানীয় কাউন্সিলর রেজাউল হাসান লোদি কয়েস জানিয়েছেন- প্রশাসন লকডাউন ঘোষনার আগে থেকেই এলাকার মানুষ সচেতন হয়েছেন। সকাল থেকে প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। কাউকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap