জাতীয়

নারায়ণগঞ্জে দিরাইয়ের রাজমিস্ত্রীর মৃত্যু

করোনা আতংকে পালিয়ে গেল রুমমেটরা

স্টাফ রিপোর্টার ঃ নারায়ণগঞ্জে দিরাইয়ের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক উপজেলা করিমপুর ইউনিয়নের শ্রীনারায়নপুর গ্রামের ছাদ মিয়ার পুত্র রাহুল মিয়া (৩৫)। জানা যায়, সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কাঁচপুর দেওয়ানবাগ এলাকার ভাড়া বাসায় রাহুল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সেখানকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম।

নিহত রাহুল মিয়ার সাথে নারায়নগঞ্জে কর্মরত দিরাই শ্রীনায়ায়নপুর গ্রামের ছমির মিয়া জানান, নিহত রাহুল পরিবার নিয়েই দেওয়ানবাগ এলাকায় ভাড়া বাসায় থেকে কাজ করতো। ১৫/২০ দিন আগে তার স্ত্রী গ্রামের বাড়ি চলে যায়, এরপর থেকে রাহুল কয়েকজন ব্যাচেলরের সাথে বসবাস করছিল। আমি একই এলাকায় অন্য বাড়িতে থাকি। রোববার হাফ বেলা কাজ করে বাসায় চলে যায় রাহুল। সন্ধ্যার পর জানতে পারি তার পাতলা পায়খানা হয়েছে। করোনা আতংকে তার রুমের অন্য সদস্যরা রাতেই পালিয়ে যায়। ডাক্তারের কাছে যাবার জন্য বললেও করোনা পরিস্থিতিতে রাহুল ডাক্তারের কাছে যেতে রাজী হয়নি। অসুস্থতার বিষয়টি জানাজানি হবার পর সকালে বাড়িওয়ালা করোনা আক্রান্ত সন্দেহে দরজা বাহিরে আটকিয়ে স্থানীয় চেয়ারম্যান মেম্বারকে খবর দেয়। পরে দুপুরের দিকে ডাক্তার এসে রাহুল বেশ আগেই মৃত্যুবরণ করেছে বলে জানান।

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী রাজিবুল হক জানান, সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ মেডিকেল টিম সেখানে যাই। কিন্তু এর আরও আগেই তিনি মৃত্যুবরণ করেন। মেডিকেল টিম নিহতকে দেখে পর্যালোচনা করে সিদ্ধান্ত দিয়েছেন যে, তিনি ডাইরিয়া আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মধ্যে করোনা কোন লক্ষণ ছিল না জানিয়ে তিনি বলেন, যতোটুকু জেনেছি ডায়রিয়া নিয়েই তিনি রাজমিস্ত্রির কাজ করছিলেন। করোনা আতংকে নিজেও চিকিৎসকের শরণাপন্ন হননি, তার রুমমেটরাও তাকে রেখে পালিয়ে গেছে। যদি চিকিৎসকের শরণাপন্ন হতেন, তাহলে হয়তো তিনি সুস্থ হতেন।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার বলেন, মেডিকেল টিম জানিয়েছেন ডায়রিয়া আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করলে তাদের অনুরোধে সোমবার (রাত সাড়ে আটটার দিকে) লাশ গ্রামের বাড়ি দিরাইয়ে পাঠানো হয়েছে।

দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ জানান, যোগাযোগ করে জানতে পেরেছি, ডায়রিয়া আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। এবিষয়ে আরো খোঁজখবর নেয়া হচ্ছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap