সারাদেশ
চতুর্থ ধাপে শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিলো ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ

স্টাফ রিপোর্টার ঃ করোনা সংকটে কর্মহীন নিম্ন আয়ের লোকজনের মধ্যে দিরাই ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে চতুর্থ ধাপের খাদ্য সহায়তা বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা ৩ টায় দিরাই বিএডিসি মাঠে পৌর সদরের ৬ টি গ্রামের শতাধিক পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর ইদন মিয়া, এবিএম মাসুম প্রদীপ, সাংবাদিক ইমরান হোসাইন, ব্যবসায়ী ইকবাল চৌধুরী, ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি আবদাল আলম চৌধুরী, সহসভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান লিকসন, সিনিয়র সদস্য আবুল বাশার, রাজীব তালুকদার, মাহফুজ চৌধুরী, প্রমুখ।