সারাদেশ
সুনামগঞ্জে সর্দি জ্বরে যুবকের মৃত্যু, ১২ বাড়ি লকডাউন

কলম শক্তি ডেস্ক ঃ সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার বখতারপুর গ্রামে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন এক যুবক। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই যুবকের মৃত্যু হলে পরিবারসহ আশেপাশের ১২টি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। সিভিল সার্জন জানান, গত ২৬ মার্চ নরসিংদী থেকে সুনামগঞ্জের বখতারপুর গ্রামে আসেন ওই যুবক। তখন থেকেই জ্বর-সর্দিতে ভুগছিলেন তিনি। শ্বাসকষ্ট শুরু হলে প্রশাসনের সাথে যোগাযোগ করেন স্বজনরা। পরে রাতে মারা যান ওই যুবক। এ ঘটনা পুরো উপজেলায় জানাজানি হলে সবার মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে। মৃতের ও পরিবারের সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে জানায় উপজেলা প্রশাসন। এদিকে নরসিংদীর রায়পুরায় পলাশতলী গ্রামে একজনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় আশেপাশের এলাকা লকডাউন করেছে, প্রশাসন।