দিরাইয়ে আমেরিকা প্রবাসী সহোদরের অর্থায়নে শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক : করোনা সংকটে কর্মহীন দু:স্থ অসহায় হতদরিদ্র মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়েছেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার মকসদপুর গ্রামের দুই সহোদর আমেরিকা প্রবাসী আবু সালেহ চৌধুরী ও সাইফুল ইসলাম চৌধুরী (বাবুল)। বুধবার সকাল ১০ ঘটিকায় মকসুদপুরস্থ তাদের নিজ বাড়িতে শতাধিক পরিবারকে এই খাদ্য সামগ্রী (চাউল, ডাল, ‘সয়াবিন তেল, আলু, পেঁয়াজ) প্রদান করেন প্রবাসীদ্বয়ের ছোট ভাই সেকুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জাবিরনুর চৌধুরী ( জাবেদ), মুক্তিযোদ্ধা অখিল চন্দ্র দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক গোকুলমনি দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক ইকবাল হোসেন চৌধুরী, রিপন দাস, সজীব চৌধুরী, মনি দাস, জাফর ইকবাল চৌধুরী প্রমুখ। মুঠোফোনে এ প্রতিবেদককের সাথে আলাপকালে, করোনার প্রভাবে সংকটকালীন নি:স্ব অসহায়দের পাশে দাঁড়াতে প্রবাসী, বিত্তবান ও সামাজিক সংগঠনের প্রতি আহবান জানান সহোদর দুই প্রবাসী ।