
নিজস্ব প্রতিবেদক ঃ সুনামগঞ্জের দিরাই পৌরসভার ৬ নং ওয়ার্ডসহ কিছু পাড়া মহল্লা স্বেচ্ছায় লকডাউন করে দিয়েছে স্থানীয় লোকজন। ৬ নং ওয়ার্ডে ৩ টি গ্রামে প্রায় ৪ হাজার লোকের বসবাস। বুধবার সকালে শতাধিক যুবক ওয়ার্ডের ১০ টি প্রবেশ পয়েন্টে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে লকডাউন লিখা প্লেকার্ড ঝুলিয়ে দেয়। করোনার প্রাদুর্ভাব থেকে ওয়ার্ডবাসীর সুরক্ষায় সবার মতামত নিয়ে এই লকডাউন জানিয়েছেন উদ্যোক্তা ডি এস এস গ্রুপের চেয়ারম্যান শাহজাহান সিরাজ। ওয়ার্ডের যুবক কনিক চৌধুরী, মান্না তালুকদার লিমন, প্রিন্স ভৌমিকসহ অন্যরা জানান, আমাদের ওয়ার্ড স্বেচ্ছায় লকডাউন ঘোষণা করেছি। তারা বলেন, ওয়ার্ডে প্রবেশের ১০ টি পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা মুল দুই প্রবেশদ্বারে পাহারায় আছি। বাইরের কাউকে প্রয়োজন ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছেনা। অতি প্রয়োজনে বাইরের কেউ গ্রামে ঢুকতে চাইলে হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রে ব্যবহারের মাধ্যমে তাকে ওয়ার্ডে ঢুকতে দেওয়া হবে। প্রয়োজন ছাড়া ওয়ার্ডের কাউকে গ্রামের বাইরে যেতে দেওয়া হয় না। এছাড়া কেউ খাদ্য সংকটে থাকলে, কিংবা বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার প্রয়োজন হলে আমরা সেদিকটাও দেখবো। এদিকে একইভাবে উপজেলা ও পৌর এলাকার আরও কিছু পাড়া মহল্লা স্থানীয় যুবকদের উদ্যোগে স্বেচ্ছায় লকডাউন করা হয়েছে । এগুলো হলো পৌর সদরের নতুন বাগবাড়ি, আনোয়ারপুর গার্লস স্কুল সড়ক, পুর্ব দিরাই কালী মন্দির সড়ক, উপজেলার রফিনগর ইউনিয়নের খাগাউড়া ও করিমপুর ইউনিয়নের মকসদপুর।