সারাদেশ

নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে সুনামগঞ্জে আসা ১০ জন কোয়ারেন্টাইনে

কলম শক্তি ডেস্ক ঃ নারায়নগঞ্জে লকডাউন ঘোষণার পর সেখান থেকে ফেরত আসা একই পরিবারের ৭ জনকে বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেকে প্রশাসনের নির্দেশনামতে হোম কোয়ারেন্টাইনে এবং তাদের বাড়ীসহ আশেপাশের এলাকাকে লকডাউন ঘোষণা করে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে। এছাড়া বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের বেতাগড়া গ্রামে গাজীপুর থেকে আসা ৩জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গণপরিবহন বন্ধ থাকা ও লকডাউন ঘোষিত এলাকা থেকে এসব লোকজন নিজ নিজ বাড়ীতে চলে এসেছেন। খবর পাওয়া মাত্র উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তাদের বাড়ীসহ আশেপাশের এলাকা লকডাউন ঘোষণা করে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে। তিনি আরো জানান, করোনা ভাইরাস পরীক্ষার জন্য ২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই ২ জন সহ এখন পর্যন্ত মোট ১২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ২ জনের রেজাল্ট নিগেটিভ পাওয়া গেছে বাকীদের রেজাল্ট এখনো পাওয়া যায়নি।

সূত্রঃ নিউজ সুনামগঞ্জ

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap