ঘরে ঘরে খাদ্যসামগ্রী উপহার দিলো দিরাই এভারগ্রীন রেলওয়ে মুক্ত রোভার স্কাউট

স্টাফ রিপোর্টার ঃ করোনা সংকটে কর্মহীন নিম্ন আয়ের ৩৫ পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে দিরাই এভারগ্রীন রেলওয়ে মুক্ত রোভার স্কাউট। বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে স্কাউট সদস্যরা পৌর সদরের ৩৫ টি পরিবারের দরজায় দরজায় গিয়ে এসব পরিবারের সদস্যদের হাতে পরিবার প্রতি ৫ কেজি চাল,১কেজি ডাল, ১কেজি ভোজ্য তেল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ৫০০ গ্রাম লবন ও ১টি করে সাবান তুলে দেয় তারা। স্কাউটের সিনিয়র সদস্যদের অর্থায়নে অসহায় পরিবারকে প্রদানকৃত এসব খাদ্য সামগ্রীকে সহায়তা নয় উপহার হিসেবে আখ্যা দিয়েছেন তারা। এসময় উপস্থিত ছিলেন, স্কাউট গ্রুপের ইউনিট লিডার ফখরুল আমিন চৌধু্রী, ইউনিট লিডার পারভেজ মিয়া, সিনিয়র রোভার তায়েফ চৌধু্রী, সিনিয়র রোভার অনুপম দাস, সজিব চৌধুরী, জনি, স্কাউট সদস্য মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন প্রমুখ। সরকারের পাশাপাশি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী হতদরিদ্র দিনমুজুর মানুষকে সাহায্য করার জন্য এলাকার বিত্তবানদের অনুরোধ জানিয়েছেন স্কাউটস গ্রুপের সদস্যরা।