জায়ান স্মরণে দিরাইয়ে দ্বিতীয় দিনের মতো শীতবস্ত্র বিতরণ

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :: শ্রীলঙ্কায় স্বপরিবারে বেড়াতে গিয়ে ২০১৯ সনের ২১ এপ্রিল বোমা হামলায় নিহত শিশু জায়ান স্মরণে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো এই শীতবস্ত্র বিতরণ করা হয়। জয়ধ্বনি ফাউন্ডেশন ও ইয়ুথ পলিসি ফোরামের যৌথ উদ্যোগে ভাটিপাড়া, রফিনগর ও দিরাই পৌরসদরে ৩ হাজার কম্বল ও ৫ শতাধিক সোয়েটার বিতরণ করা হচ্ছে। শুক্রবার জায়ানের গ্রামের বাড়ি দিরাই ভাটিপাড়ায় শীতবস্ত্র বিতরণ শেষে আজ (শনিবার) পার্শ্ববর্তী রফিনগর ইউনিয়নে বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয়ধ্বনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ তানজিল আহমদ, রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজুয়ান হোসেন খান, ইয়ুথ পলিসি ফোরামের লিড প্রদ্যুৎ পাল, নাজিব আহমেদ, ডেপুটি লিড মাহির ফয়সাল, জয়ধ্বনির মাসুদুর রহমান রিশাদ, জহিরুল ইসলাম রাজু, পুসাস প্রেসিডেন্ট সব্যসাচী নিলয় প্রমুখ। আগামীকাল (রবিবার) দিরাই পৌর সদরে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে জয়ধ্বনি ফাউন্ডেশন ও ইয়ুথ পলিসি ফোরাম সূত্রে জানা যায়।